- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বাকেরগঞ্জে ৩ টি চোরাই মহিষ উদ্ধার, গ্রেফতার-১

মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল)সংবাদদাতা:

বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি থেকে ৩ টি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে বরিশাল কোতোয়ালি থানার জাগুয়া ইউনিয়নের খয়েরদিয়া গ্রামের জয়নাল খানের ছেলে সেলিম খানের বাড়ি থেকে এই মহিষ উদ্ধার করা হয়। একই দিন রাত ১২টা ৫ মিনিটের সময় চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান রুপাতলীর জাকারিয়ার গ্যারেজের সামনে থেকে উদ্ধার করে ভ্যান ড্রাইভার বিপ্লব শিকদার (২৮) এর স্বীকারোক্তি অনুযায়ী চোরের বাড়ি থেকে মহিষ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

ইতিপূর্বে ২৬ জুলাই ভোররাতে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকা থেকে আব্বাস ডাকুয়ার ১টি, রুবেল শিকদারের ১ টি ও নুর ইসলামের ১ টি সহ মোট ৩ টি মহিষ চুরি হয়। এ ঘটনায় ২৮ জুলাই আব্বাস ডাকুয়া বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার বলেন, চুরি মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে আমরা ৩টি চোরাই মহিষ, চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও পিকআপ ভ্যান ড্রাইভারকে গ্রেফতার করাহয়।