
◾সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোক্তা অধিকার (CCS)- এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সিসিএসের দোয়ারাবাজার উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মুফতি আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে ও শাহাদাত মাহমুদ শ্রাবণের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
তিনি তার বক্তব্যে বলেন দোয়ারাবাজারে সিসিএস সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, সিসিএস সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে অতিথি অতিথি ছিলেন ওবায়দুল হক মিলন, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার।
সভায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কনসাস কনজ্যুমারস সোসাইটি এর অর্ধশত সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সিসিএস এর সদস্য, সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকগন এসময় তারা তাদের বক্তব্যে বলেন ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সিসিএস দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
দোয়ারাবাজারে সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।