
মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় শংকরপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধনের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন স্থানীয় তরুণ সমাজকর্মী আব্দুল মুস্তাকিম তানিম।
এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে এই রাস্তা ব্যবহার করে আসলেও গত ৫০ বছরে কোনো সরকার এই রাস্তাটি পাকা করেনি। প্রতি নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে কেউ আর বিষয়টি আমলে নেননি।
তারা আরও জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদামাখা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। এছাড়াও এলাকাটিতে একাধিক প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।
আয়োজক আব্দুল মুস্তাকিম তানিম বলেন, “আমরা মৌলভীবাজার জেলা প্রশাসন ও কুলাউড়া উপজেলা প্রকৌশল দপ্তরের প্রতি অনুরোধ জানাই, আপনারা সরজমিনে এসে এলাকাটি পরিদর্শন করুন এবং এই রাস্তাটি দ্রুত পাকা করার ব্যবস্থা গ্রহণ করুন।”
মানববন্ধন শেষে এলাকাবাসী কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছে একটি লিখিত দরখাস্ত জমা দেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, অন্তবর্তীকালীন সরকার এবার হয়তো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সদয় দৃষ্টি দেবেন।