- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে একটি ফণীমনসা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারে সুশেন্দ্র দেব নামের এক কলা ব্যবসায়ীর কলার আড়তে একটি সাপ দেখতে পেয়ে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে ব্যবসায়ী সুশেন্দ্র দেব সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দিলে বন্রপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দীপ সাপটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, ফণীমনসা সাপ গভীর বনে অবস্থানকারী একটি সাপ। এটি কলার কান্দির ভিতরে হয়ে পাহাড় থেকে বাজারে চলে এসেছে।

উদ্ধারের পর রাতেই সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।