
▪️জালালাবাদ বার্তা ডেস্কঃ
মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলের পরিবেশ, টেকসই উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও’র নেতৃবৃন্দ।
২ জুলাই (বুধবার) টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট অফিসে মাননীয় কনসাল মহোদয়ের হাতে এসোসিয়েশনের সভাপতি লায়েকুল হক চৌধুরী এবং সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা এই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ড. সুশিতল চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহবুব হোসেন।
মাননীয় কনসাল মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস প্রদান করেন।
সভাপতি লায়েকুল হক চৌধুরী বলেন, “প্রবাস থেকে বাংলাদেশের নীতিনির্ধারকদের কাছে একটি স্পষ্ট ও গঠনমূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”
সাধারন সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা জানান, আমরা বিশ্বাস করি প্রবাস থেকেও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এই ক্ষুদ্র উদ্যোগ তারই প্রতিফলন।