- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঔষুধ ব্যবসায়ীর মৃত্যু


শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজের ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গোপাল দাশ (৪৮) নামের এক ঔষুধ ব্যবসায়ীর মুত্যু হয়েছে। নিহত গোপাল দাশ শহরের স্টেশন রোডের ইকনমিক ফার্মেসীর স্বত্বাধিকারী।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শহরের জেটি রোড এলাকায় নিজ ফিশারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গোপাল দাশ ফিসারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হয়েছে। এডিসির অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনার তদন্ত করছি।