- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ছাতকে বিএনপি নেতা তিতুমীরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✪ সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ছাতক পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতকে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪জুন) বিকেলে ছাতক পৌর বিএনপি কর্তৃক আয়োজিত শোকসভায় ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা  বিএনপির  আহবায়ক ও ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের যৌথ সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহম্মদ, দোয়ারবাজার  উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “আলহাজ্ব সৈয়দ তিতুমীর ছিলেন ছাতক বিএনপি’র এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলের জন্য এই নেতার অনেক অবদান রয়েছে। দলের দুর্দিনে  নেতা-কর্মীদেরকে আগলে রেখেছেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের লোকজনের পরিকল্পনার মাধ্যমেই তাঁকে কৌশলে হত্যা করা হয়েছে”। 

প্রধান বক্তার বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, “ছাতকে বিএনপি’র শক্ত ভীত দুর্বল করার লক্ষ্যে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টরা বিএনপি’র পরীক্ষিত নেতা, আমাদের অভিভাবক আলহাজ্ব  সৈয়দ তিতুমীরকে গ্রেফতার করিয়ে কৌশলে  চিকিৎসার ব্যবস্থা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটি ছিলো  ফ্যাসিস্ট আওয়ামিলীগের একটি পরিকল্পিত হত্যাকান্ড”। 

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপি’র  আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, সদস্য আশরাফুল হক খেলন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কয়েছ আহমদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনুল হক চৌধুরী, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্চা আবেদিন, সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমুখ। 

শোকসভায় মরহুমের ভাই সৈয়দ জুনেদ আহমেদ স্বজন, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, আবুল হোসেন, হাজী আশিদ আলী, আজর আলী মেম্বার, ফরিদ মিয়া, জাহেদুল ইসলাম আবাব, কুতুব উদ্দিন, তাজুল ইসলাম, আব্দুল আউয়াল, মেহেদী হাসান, সোনা মিয়া, বাকি বিল্লাহ, আনোয়ার হোসেন, তানিমুল ইসলাম, আব্দুল আমিন মাসুম চৌধুরী, কবিরুল হাসান আংগুর, শংকর কুমার দাস, তারেক আহমেদ জয়নাল আবেদীন রফিক, আবুল হোসেন, কামাল চৌধুরী, তোফায়েল খান বিপন, ইলিয়াস হোসেন, দিলোয়ার হোসেন পিয়ারা মিয়া, শাহ ময়নুল হাসান, আব্দুর রশিদ, নোমান ইমদাদ কানন, ইমরান হাসান, শাওন আহমদ, বিপ্লব পাল, রাহেল আহমদ সহ মরহুমের পরিবারের লোকজন, স্বজন ও জেলা বিএনপি, ছাতক উপজেলা এবং পৌর বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।