- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

আমাদের নির্বাচনে অন্য কোন দেশ হস্তক্ষেপ করুক – এটা আমরা চাইনা |-জামায়াতে আমির

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।

 

সুদীপ দাশ,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতির বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই জামায়াত তাদের নির্বাচনী রূপরেখা প্রকাশ করবে এবং দেশের সব আসনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথেই আমাদের ব্যবস্থাপনা দেখতে পাবেন। আমি নির্বাচন করব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। ৩০০ আসনে আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরবো যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।তারা হবেন ইসলামী মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক নাগরিক।”

তিনি আরও জানান, নির্দিষ্ট কোনো আসনে তাকে নির্বাচন করতে হলে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। “দল যদি আমাকে কোনো আসনে প্রার্থী হিসেবে দায়িত্ব দেয়, আমি সেটাই পালন করব,” বলেন তিনি।

নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। তিনি বলেন, “আমরা এমন নির্বাচন চাই না, যেখানে শহীদদের রক্তের মর্যাদা ক্ষুণ্ন হয়। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কেউ যেন সেটার চেষ্টা না করে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা চাই না অন্য কোনো দেশ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করুক, যেমন আমরা নিজেরাও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা এগিয়ে যেতে চাই।”