
শ্রীমঙ্গল প্রতিনিধি:
ঝড়ের তাণ্ডবে একটি শঙ্খচিল পাখি গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। শুক্রবার (৬ জুন) সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বৈরাগী পান পুঞ্জিতে স্থানীয় বাসিন্দারা এই শিকারি পাখিটির করুণ অবস্থা লক্ষ্য করেন।
এসময় বৈরাগী পান পুঞ্জির মন্ত্রী দ্রুত এগিয়ে এসে পাখিটিকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নিজের বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করেন।
পরিবেশ ও বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, তিনি তার পুত্রের মাধ্যমে শঙ্খচিলটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এ পাঠিয়ে দেন।
ফাউন্ডেশনে পৌঁছানোর পর প্রতিষ্ঠানের পরিচালক সজল দেব এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব পাখিটিকে চিকিৎসা দেন।
তারা জানান, শঙ্খচিলটির ডানায় আঘাত রয়েছে তবে চিকিৎসার মাধ্যমে এটি দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে পাখিটিকে শ্রীমঙ্গল বন বিভাগে হস্তান্তর করা হয়, যেখানে পর্যবেক্ষণের পর প্রকৃতিতে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে সজল দেব বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।” স্থানীয় সচেতন নাগরিকরা মন্ত্রীর এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন এবং মনে করছেন, এমন ঘটনা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।