
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি খুনের ঘটনায় চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাচার হাতে দুই ভাতিজি খুনের ঘটনা স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যভাগ থেকে ঘাতক মাসুক মিয়াকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ।
গত মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার ভাই আবু মিয়ার মেয়ে মাছুমা (২৫) শারমিন আক্তার (২৭)কে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় নিহতদের মা গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর জানান, নিহতদের পরিবারের করা হত্যা মামলার মূল আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।