
নিহত নুরনবী
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের শশীভূষণ-দক্ষিণ আইচা সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরনবী (২৩) নামে এক যুবক নিহত এবং পারভেজ (২৭) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শশীভূষণের কলেরহাট রাস্তার মাথার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী দক্ষিণ আইচাগামী মালবাহী একটি ছোট কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী নুরনবী গুরুতর আহত হন এবং চালক পারভেজও মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভেজকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়।
নিহত নূরনবী পেশায় একজন অটোরিকশা চালক। তিনি চর মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিম পাড়া এলাকার সেকান্তর বেপারী বাড়ির শানু বেপারীর ছেলে। আহত পারভেজ একই এলাকার আলমগীরের ছেলে। তারা চাচাতো ভাই।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।