
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭তম প্রতিষ্টাবার্ষিকীতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে চা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-৭৭) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাড়াউড়া চা বাগান থেকে চা শ্রমিকরা একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ রোডস্থ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পস্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি এবং পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ সহ অন্যান্য শ্রমিকনেতৃবৃন্দ।