- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মনপুরায় বালুর স্তুপের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মনপুরা:

ভোলার মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণকাজের বালুর স্তুপের নিচ থেকে ওমর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের বালুর স্তুপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ঝড়-তুফানের সময় এশার নামাজের পর মৎস্যঘাট বাজার থেকে শিশু ওমর নিখোঁজ হন।

নিহত ওমর উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ এলাকার জেলে মনিরের ছেলে।

মৎস্যঘাট এলাকার এক নারী প্রথম শিশুটির পা বালুর নিচ থেকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।

মৎস্যঘাটের ব্যবসায়ী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বেড়িবাঁধ নির্মাণকাজে নিযুক্ত এক নারী বালুর স্তুপে চাপা পড়া শিশুটির পা দেখতে পেয়ে চিৎকার করলে মৎস্যঘাটের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বালুর স্তুপের কাছেই শিশুটির বাড়ি। প্রতিদিন মৎস্যঘাট থেকে শিশুটি বালুর স্তুপের পাশ দিয়ে বাড়িতে যাতায়াত করত। এমনকি শিশুটির পরিবারের সদস্যরাসহ আশপাশের বাসিন্দারা ওই পথেই চলাফেরা করতেন।

তাদের ধারণা, বৃহস্পতিবার রাতে ঝড়-তুফানের মধ্যে বাড়ি ফেরার পথে শিশুটি অসাবধানতাবশত বালুর নিচে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বালুর নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।