- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজার সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫মে) রাতে থানা প্রাঙ্গণে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে মৌলভীবাজার শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শহরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের আরও কার্যকর ভূমিকা কামনা করেন।

পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, “পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে অপরাধ নির্মূলের প্রধান হাতিয়ার। মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিলসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।