
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি।
শনিবার বিকেলে জরুরী সেবা চালু রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং গ্রামীণ জনপদের ১৪ কোটি মানুষের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চলমান। আমরা জরুরী সেবা চালুর সাথে স্টেশনে অবস্থান করছি। সেই সাথে চলমান আন্দোলনের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। সেই সাথে অবিলম্বে সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
দাবিসমূহ আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যান অপসারণ, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের চাকুরী জাতীয়করণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার পূর্বক চাকরি স্বপদে পূর্ণবহাল, হয়রানি ও শাস্তি মূলক বদলি আদেশ বাতিল, সংস্কার কার্যক্রমের শেষ না হওয়া পর্যন্ত অন্তবর্তী কালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।