- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন কমিটি গঠন

সিলেট সংবাদদাতাঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সিলাম ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুল মতিন (শাহিন)কে সভাপতি, শাহিন আহমদকে সাধারণ সম্পাদক ও মোঃ নূর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলাম ইউনিয়ন কার্যালয়ে আব্দুল মতিন (শাহিন) এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি রেহান আহমদ হারিছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি আব্দুর রহমান সায়মন, আব্দুল কাদির মুহিন।

এসময় শাহ সিরাজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন লনি, আমিনুর রহমান রাজু, জয়নাল আহমদ, নাজির উদ্দিন, আজিম শাহ, ফুরকান মিয়া, মকবুল আলী, করিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কমিটির অনান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন বক্ত, সহ-সভাপতি কমর উদ্দিন, মোঃ লয়লু মিয়া, সালেহ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিন, কোষাধ্যক্ষ মোঃ অনু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুন্দর।