নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশ: ১১:১৮ অপরাহ্ণ ডিসেম্বর ৫, ২০২৫

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি, নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) এর স্পেশাল অপারেশনে গমনকারী সদস্যগণ কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকা কুড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের সন্তানদের শিক্ষার মান উন্নতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের অংশ হিসেবে বন্ধুকভাঙ্গা ইউনিয়ন এর কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ২৫ নভেম্বর তারিখ হতে কুড়ামারা এলাকায় বিশেষ অপারেশন চলাকালীন সময়ে জোন কমান্ডার বিএ-৭৯০০ লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়।
দূর্গম পাহাড়ি এলাকা কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষা বঞ্চিত দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নত করতেই সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ।
নানিয়ারচর জোনের জোন কমান্ডারের উপস্থিতিতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ৬২ জন পাহাড়ী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জোন কমান্ডার জানান যে, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার মান উন্নয়ন করতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত এমন শিক্ষা সামগ্রী বিতরণ তাদের শিক্ষা জীবনকে আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত প্রদান করেন এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন। উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।
ভবিষ্যতে আগামী দিনগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।